Tanzimul Millat Residential Madrasah
Tanzimul Millat Residential Madrasah

ভর্তি সংক্রান্ত তথ্য

আসন সংখ্যা নির্ধারিত থাকায় পরীক্ষার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের ভর্তির জন্য বাছাই করা হয়।

অফিস থেকে নির্ধারিত ফি জমা দিয়ে ভর্তি ফরম ও এডমিশন হ্যান্ডবুক সংগ্রহ করতে হয়।

প্রতি বছর ১ ডিসেম্বর থেকে ভর্তি ফরম বিতরণ শুরু হয়।

ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারিত সময়ে জানানো হবে।

 

মেধা যাচাই পদ্ধতি

হিফজুল কুরআন, প্লে গ্রুপ ও নার্সারি ক্লাসের জন্য শুধু মৌখিক পরীক্ষা। এবং অন্যান্য সকল শ্রেণীর জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা।

যে সব বিষয়ে মেধা যাচাই করা হয়

বিষয় বাংলা ইংরেজি গণিত আরবী সাধারণ জ্ঞান মৌখিক মোট
নম্বর ১০ ১০ ১০ ১০ ৫০

 

ভর্তি প্রক্রিয়া:

  • লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণরাই কেবল ভর্তির জন্য বিবেচিত হবে।
  • উত্তীর্ণরা নির্ধারিত ভর্তি ফরম যথাযথভাবে পূরণ করে জমা দিবেন।
  • ভর্তি ফরমের সাথে ২ কপি পাসপোর্ট ও ২ কপি স্ট্যাম্প সাইজের ছবি এবং্যয়নপত্র জমা দিতে হবে। শিক্ষার্থীর পিতা ও মাতার ১ কপি করে পাসপোর্ট সাইজের ছবি ও জাতীয় পরিচত্রর ফটোকপি জমা দিবেন।
  • ছাত্রের মূল অভিভাবক ছাড়াও অনুর্ধ্ব দুইজন অভিভাবক প্রতিনিধি ছাত্রের ঈশ্বর জন্য তাদের ঠিকানা
  • ভর্তি ফরমে উল্লেখ করবেন। (আবাসিকের জন্য)
  • একটি নির্ধারিত একাডেমিক চুক্তিপত্রে অভিভাবক স্বাক্ষর করবেন।
  • প্রতিষ্ঠানের নির্ধারিত ফি জমা দেওয়ার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।