পরীক্ষায় অংশগ্রহণ এর নিয়ম
প্রত্যেক শ্রেণি শিক্ষক শিক্ষার্থীদের এই মর্মে অবহিত করবেন যে, অনুপস্থিত শিক্ষার্থীদের নিম্ন হারে জরিমানা দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করার অনুমতি নিতে হয়।
(ক) উপস্থিতির হার ৮০%-এর ঊর্ধ্বে হলে দৈনিক অনুপস্থিতির জন্য ৫.০০ টাকা হারে জরিমানা দিতে হবে।
(খ) উপস্থিতির হার ৭০% থেকে ৭৯% হলে জরিমানা ২০০ টাকা
(গ) উপস্থিতির হার ৬০% থেকে ৬৯% হলে জরিমানা ৩০০ টাকা
(ঘ) উপস্থিতির হার ৬০% এর কম হলে নন-কলেজিয়েট হিসেবে গণ্য হবে। এক্ষেত্রে শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হয় না। কর্তৃপক্ষের সিদ্ধান্ত শিক্ষার্থী এবং অভিভাবক মেনে নিতে বাধ্য থাকবে।
পরীক্ষা পদ্ধতি
বছরে তিনটি সেমিস্টারসহ মাসিক মূল্যায়ন এবং অ্যাসাইনমেন্ট-এর ব্যবস্থা এবং গ্রেডিং পদ্ধতিতে ফলাফল প্রদান।
মূল্যায়ন পদ্ধতি:
| কোর্স | বিবরণ | মূল্যায়ন (%) | মোট (%) |
| সেমিস্টার-০১ | ১.মাসিক মূল্যায়ন
২. সেমিস্টার পরীক্ষা |
২০
৮০ |
৩০ |
| সেমিস্টার-০২ | ১.মাসিক মূল্যায়ন
২. সেমিস্টার পরীক্ষা |
২০
৮০ |
৩০ |
| সেমিস্টার-০৩
|
১.মাসিক মূল্যায়ন
২. সেমিস্টার পরীক্ষা |
২০
৮০ |
80 |
ফলাফল ও প্রমোশন
এক শ্রেণীতে থেকে অন্য শ্রেণীতে প্রমোশনের জন্য যে সব বিষয় প্রযোজ্য:
প্রতিষ্ঠানের যাবতীয় আইন-কানুন ও বিধি-বিধান যথাযথভাবে মেনে চলতে হয়।
প্রতিটি বিষয় ও সেমিস্টারে আলাদাভাবে পাশ করতে হয়।
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সেমিস্টারের প্রাপ্ত জিপিএ এক সাথে যোগ করে
বার্ষিক ফলাফল প্রণয়ন করা হয়।
অনুত্তীর্ণ কোন শিক্ষার্থীকে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা হয় না।
Copyright © 2026 Tanzimul Millat Residential Madrasah. Powered By: Eximus Technologies.