Tanzimul Millat Residential Madrasah
Tanzimul Millat Residential Madrasah

পরীক্ষায় অংশগ্রহণ এর নিয়ম

প্রত্যেক শ্রেণি শিক্ষক শিক্ষার্থীদের এই মর্মে অবহিত করবেন যে, অনুপস্থিত শিক্ষার্থীদের নিম্ন হারে জরিমানা দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করার অনুমতি নিতে হয়।

(ক) উপস্থিতির হার ৮০%-এর ঊর্ধ্বে হলে দৈনিক অনুপস্থিতির জন্য ৫.০০ টাকা হারে জরিমানা দিতে হবে।

(খ) উপস্থিতির হার ৭০% থেকে ৭৯% হলে জরিমানা  ২০০ টাকা

(গ) উপস্থিতির হার ৬০% থেকে ৬৯% হলে জরিমানা ৩০০ টাকা

(ঘ) উপস্থিতির হার ৬০% এর কম হলে নন-কলেজিয়েট হিসেবে গণ্য হবে। এক্ষেত্রে শিক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হয় না। কর্তৃপক্ষের সিদ্ধান্ত শিক্ষার্থী এবং অভিভাবক মেনে নিতে বাধ্য থাকবে।

 

পরীক্ষা পদ্ধতি

বছরে তিনটি সেমিস্টারসহ মাসিক মূল্যায়ন এবং অ্যাসাইনমেন্ট-এর ব্যবস্থা এবং গ্রেডিং পদ্ধতিতে ফলাফল প্রদান।

মূল্যায়ন পদ্ধতি:

কোর্স বিবরণ মূল্যায়ন (%) মোট (%)
সেমিস্টার-০১ ১.মাসিক মূল্যায়ন

২. সেমিস্টার পরীক্ষা

২০

৮০

৩০
সেমিস্টার-০২ ১.মাসিক মূল্যায়ন

২. সেমিস্টার পরীক্ষা

২০

৮০

৩০
সেমিস্টার-০৩

 

১.মাসিক মূল্যায়ন

২. সেমিস্টার পরীক্ষা

২০

৮০

80

 

ফলাফল ও প্রমোশন

এক শ্রেণীতে থেকে অন্য শ্রেণীতে প্রমোশনের জন্য যে সব বিষয় প্রযোজ্য:

প্রতিষ্ঠানের যাবতীয় আইন-কানুন ও বিধি-বিধান যথাযথভাবে মেনে চলতে হয়।

প্রতিটি বিষয় ও সেমিস্টারে আলাদাভাবে পাশ করতে হয়।

প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সেমিস্টারের প্রাপ্ত জিপিএ এক সাথে যোগ করে

বার্ষিক ফলাফল প্রণয়ন করা হয়।

অনুত্তীর্ণ কোন শিক্ষার্থীকে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা হয় না।