Tanzimul Millat Residential Madrasah
Tanzimul Millat Residential Madrasah

আমাদের কথা

“পড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন”। মানবজাতির ইহ ও পরলৌকিক সফলতার মূল নির্দেশিকাই প্রতিধ্বনিত হয়েছে ওহীর এ বাণীতে। নৈতিকতা বিবর্জিত আধুনিক শিক্ষা যেমনিভাবে মানবতার কল্যাণ সাধনে সক্ষম নয়, ঠিক তেমনিভাবে মানুষের দৈনন্দিন জীবনের চাহিদা ও প্রয়োজনীয়তাকে উপেক্ষা করে গড়ে ওঠা ধর্মীয় শিক্ষাও এর ধারকদের পরগাছায় পরিণত করে।

“শিক্ষা জাতির মেরুদন্ড” সার্বজনিন এ শ্লোগানে এমন এক শিক্ষার কথা অনুরণিত হয়েছে, যা হবে একাধারে পার্থিব জীবনের উন্নতি ও সফলতার মূল হাতিয়ার এবং পরকালীন জীবনের মুক্তির একমাত্র সোপান। মুসলিম উম্মাহ যেদিন থেকে আধুনিক জ্ঞান-বিজ্ঞানের প্রয়োজনীতাকে উপেক্ষা করে শুধু কেবল ধর্মীয় শিক্ষার মাঝেই জাতির কল্যাণ ও পরকালীন মুক্তি নিহিত বলে ভাবতে আরম্ভ করলো, কার্যত সেদিন থেকেই উম্মাহর অধঃপতনের ধারা শুরু হলো। অন্যদিকে পাশ্চাত্যের অধিবাসীরা যখন ধর্ম ও নৈতিকতাবিহীন জ্ঞান-বিজ্ঞানকেই তাদের সকল সুখ, সমৃদ্ধি ও উন্নতির একমাত্র সিঁড়ি হিসাবে বেছে নিল, ঠিক সেদিন থেকেই তারা নিজেদের মনুষত্ববোধ ও সুকুমারবৃত্তির কবর রচনা করলো। তাইতো “তানযীমুল মিল্লাত রেসিডেন্সিয়াল মাদরাসা” এমন এক শিক্ষা ব্যবস্থা নিয়ে হাজির হয়েছে, যেখানে থাকছে কুরআন-সুন্নাহ ভিত্তিক নৈতিক শিক্ষার সাথে আধুনিক শিক্ষার সমন্বয়। শুধুমাত্র তত্ত্বের মাঝে সীমাবদ্ধ না রেখে বাস্তব কর্মক্ষেত্রেও হবে এ জ্ঞানের যথার্থ প্রয়োগ। সে লক্ষ্যে সু-পরিকল্পিতভাবে বিজ্ঞান ও তথ্য-প্রযুক্তি সমৃদ্ধ সময়োপযোগী পদ্ধতির সাথে শিক্ষার্থীদের চিন্তার বিকাশ ও জবাবদিহিতার অনুভূতিকে সার্বক্ষণিক জাগ্রত করে পাঠ্যক্রম প্রণয়নের মাধ্যমে শিক্ষাদানের পাশাপাশি আদর্শ নাগরিক হিসাবে গড়ে তুলে দুনিয়া ও আখিরাতের সার্বিক কল্যাণ লাভের দীপ্ত প্রত্যয় নিয়ে পদচারণা “তানযীমুল মিল্লাত রেসিডেন্সিয়াল মাদরাসা”।

 

প্রতিষ্ঠানটি ব্যতিক্রম কেন?

  • শিক্ষা উপযোগী সুন্দর, মনোরম ও স্বাস্থ্যকর পরিবেশ।
  • প্রতি ২০ জন শিক্ষার্থীর জন্য একটি শ্রেণিকক্ষ।
  • অভিজ্ঞ পরিচালনা পর্ষদের বিশেষ তত্ত্বাবধান এবং দক্ষ, অভিজ্ঞ ও প্রশিক্ষন প্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা দ্বারা পাঠদান।
  • প্রতি ১০ জন শিক্ষার্থীর জন্য একজন গাইড শিক্ষক।
  • আধুনিক, যুগোপযোগী ও বিজ্ঞান সম্মত পাঠদান পদ্ধতি।
  • শিক্ষক ও শিক্ষার্থীর নিবিড় সাহচর্যে শিখনফল নিশ্চিতকরণ।
  • কোর্স এবং লেসন প্লান এর আলোকে হোম ওয়ার্ক ও মাসিক মূল্যায়ন।
  • সমন্বিত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে যে কোন দিকে উচ্চ শিক্ষা গ্রহণের যোগ্য হিসাবে গড়ে তোলা।
  • শিক্ষার্থীর মেধা, মনন ও শারীরিক বিকাশ সাধনের জন্য বিভিন্ন প্রতিযোগিতা ও শিক্ষা সফরসহ বিভিন্ন ধরনের কার্যক্রম রয়েছে।
  • নিজস্ব সফটওয়ার মাধ্যমে শিক্ষার্থীর হাজিরা নিশ্চিতকরণ এবং ফলাফল তৈরী ও প্রকাশ।
  • শিক্ষকদের নিয়মিত বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান।