Tanzimul Millat Residential Madrasah
Tanzimul Millat Residential Madrasah

একাডেমির কার্যক্রম

আবাসিক, অনাবাসিক, ডে-কেয়ার ব্যবস্থায়

 

প্রি-হিফজ প্রোগ্রাম (আদর্শ নুরানী, আদর্শ নাজেরা)

অত্র মাদরাসায় রয়েছে একটি আধুনিক প্রি-হিফজ প্রোগ্রাম। মাত্র দুই বছরে বিশুদ্ধভাবে কুরআন মাজীদ পড়া প্রয়োজনীয় মাসআলাহ্, মাসনুন দোয়া, সুরা এবং হাদিস শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজী ও গণিত শিক্ষার যুগোপযোগী ব্যবস্থা রয়েছে।

 

হিফজ প্রোগ্রাম  (হিফজুল কুরআন, দাওর (শুনানি)

  • নূরানী পদ্ধতিতে পাঠদান
  • তাজবীদ ভিত্তিক বিশুদ্ধ ও মার্জিত উচ্চারণ।
  • আন্তর্জাতিক মানের অভিজ্ঞ হাফেজ ও ক্বারীদের মাধ্যমে পাঠদান।
  • আধুনিক শিক্ষা উপকরণের মাধ্যমে পাঠদান।
  • নৈতিক মানোন্নয়নে বিশেষ কার্যক্রম।

 

জেনারেল মাদরাসা (প্লে থেকে ৯ম শ্রেণি পর্যন্ত)

ধর্মীয় ও আধুনিক শিক্ষার মধ্যে সমন্বয়ের মাধ্যমে প্রচলিত শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার সাধন করে আদর্শ ও সুন্দর মননের মানুষ তৈরী এ বিভাগের লক্ষ্য।

 


একাডেমিক ও ব্যবস্থাপনা সংক্রান্ত তথ্য

সিলেবাস

আমরা চাই শিক্ষার্থী নিজে চেষ্টা করুক। চেষ্টা করতেও অনীহা কাজ করে অনেকের মধ্যে। আমরা মনে করি চেষ্টার আগ্রহ তৈরি ও প্রচেষ্টার প্রয়াসগুলোকে আকর্ষণীয় করার মাঝেই শিক্ষার্থীর সুপ্ত প্রতিভাকে বিকশিত ও তার চিন্তাশক্তিকে শাণিত করে। শিক্ষার্থীদের প্রতিভা বিকশিত করার লক্ষ্যে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বিভিন্ন দেশের স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানের সিলেবাসের আলোকে পাঠদানের ব্যবস্থা। ছাত্রছাত্রীরা যে স্বপ্ন দেখে আমরা সেই স্বপ্ন পূরণে সহযোগি হতে চাই।

 

শিক্ষাদান বিষয়ক তথ্য

  • শিক্ষার মাধ্যম: আরবী, ইংরেজি ও বাংলা।
  • শিক্ষাবর্ষ: জানুয়ারি থেকে ডিসেম্বর।

 

পাঠদান পদ্ধতি

বছরের শুরুতেই একাডেমিক ক্যালেন্ডার অনুসরণ করে তৈরী করা সিলেবাস শিক্ষার্থীদের সরবরাহ করা হয়। ৩টি সেমিস্টার পরীক্ষার মাধ্যমে প্রত্যেক ক্লাসের প্রতিটি বিষয়ের সম্পূর্ণ কোর্স শেষ করা হয়।

 

ক্লাসে পাঠদান

তিনটি বিষয়কে সামনে রেখে শিক্ষকবৃন্দ ক্লাসে পাঠদান করে থাকেন।

১. সৃজনশীল পদ্ধতিতে পাঠদান ও ক্লাসের পড়া ক্লাসেই আদায়ের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে কোর্স শেষ করা।

২. ক্লাসের সকল শিক্ষার্থিদের কাছে পাঠকে সহজ, সাবলীল ও বোধগম্য করার মাধ্যমে সকল মানের শিক্ষার্থীদের উত্তরোত্তর অগ্রগতি নিশ্চিত করা।

৩. শিক্ষার্থিদের মুক্তচিন্তা, বুদ্ধিমত্তা ও অগ্রগতি মূল্যায়নের উদ্দেশ্যে প্রশ্নোত্তরের মাধ্যমে ক্লাস শেষ করা।