ভর্তি সংক্রান্ত তথ্য
আসন সংখ্যা নির্ধারিত থাকায় পরীক্ষার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের ভর্তির জন্য বাছাই করা হয়।
অফিস থেকে নির্ধারিত ফি জমা দিয়ে ভর্তি ফরম ও এডমিশন হ্যান্ডবুক সংগ্রহ করতে হয়।
প্রতি বছর ১ ডিসেম্বর থেকে ভর্তি ফরম বিতরণ শুরু হয়।
ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারিত সময়ে জানানো হবে।
মেধা যাচাই পদ্ধতি
হিফজুল কুরআন, প্লে গ্রুপ ও নার্সারি ক্লাসের জন্য শুধু মৌখিক পরীক্ষা। এবং অন্যান্য সকল শ্রেণীর জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা।
যে সব বিষয়ে মেধা যাচাই করা হয়
| বিষয় | বাংলা | ইংরেজি | গণিত | আরবী | সাধারণ জ্ঞান | মৌখিক | মোট |
| নম্বর | ১০ | ১০ | ১০ | ১০ | ৫ | ৫ | ৫০ |
ভর্তি প্রক্রিয়া:
Copyright © 2026 Tanzimul Millat Residential Madrasah. Powered By: Eximus Technologies.